দেশ

লভলিনার মাথায় নতুন পালক, অসম পুলিশের ডিএসপি পদে ব্রোঞ্জজয়ী

টিডিএন বাংলা ডেস্ক : টোকিও অলিম্পিক সবে শেষ হয়েছে। খেলা শেষের পর পদকজয়ীরা ঘরে ফিরেছেন একে একে। এবার তাঁদের সংবর্ধনা দেওয়ার পালা। অন্যান্য সমস্ত পদকজয়ীদের মতো দেশের মাটিতে পা রেখেই কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা পেলেন মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী অসমকন্যা লভলিনা বরগোহাই। টোকিও অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন অসমের লভলিনা বড়গোঁহাই। রাজ্যে ফিরতেই বড় সন্মান প্রাপ্তি হল লভলিনার।

এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর হাতে তুলে দেন এক কোটি টাকার চেক। তাঁকে নিযুক্ত করা হয় অসম পুলিশের ডিএসপি পদে। এখানেই শেষ নয়। সবচেয়ে বড় চমকপ্রদ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গোলাঘাট জেলার সৌপাথর এলাকায় ২৫ কোটি টাকা খরচ করে একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা হবে লভলিনা বরগোহাইয়ের নামে। এতেই উচ্ছ্বসিত লভলিনা। কারণ তিনি জানেন এ ভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা সক্ষম হবে। লভলিনার নামে নামাঙ্কিত করা হবে রাস্তাকেও। লভলিনাকে সংবর্ধনা দেওয়ার কথাও টুইটও করেন অসমের মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: