HighlightNewsদেশ

সমাজবাদী পার্টির হয়ে ভোটের প্রচারে উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা

টিডিএন বাংলা ডেস্ক : ভোট বাদ্যি বেজে গেছে উত্তরপ্রদেশে। প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি-সমাজবাদী পার্টি। চলছে মেগা দলবদলের পালা। যোগীর বিরুদ্ধে লড়াইয়ে উত্তরপ্রদেশ যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মমতা-অখিলেশ যৌথ সভা করার পাশাপাশি সাংবাদিক বৈঠকও করতে পারেন।দিনক্ষন ঠিক করতে মমতার বাড়িতে আসছেন বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। সব কিছু ঠিক থাকলে জানুয়ারির শেষদিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকেই মমতা উত্তরপ্রদেশ যেতে পারেন।
দলীয় সূত্রে আরও খবর, এই বিষয়ে গত সপ্তাহেই নাকি মমতার সঙ্গে অখিলেশের ফোনে এক দফা কথাও হয়েছে।

জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী এখন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছেন, এই আবহে মমতা অখিলেশের হয়ে প্রচারে গেলে লাভ হবে সমাজবাদী পার্টির। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা নিজেও অখিলেশের সঙ্গে সভা করার আগ্রহ দেখিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশে ২২ তারিখ পর্যন্ত কোনও জনসভা হবে না উত্তরপ্রদেশে। মনে করা হচ্ছে, ২৬ জানুয়ারির পরে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই মমতা ও অখিলেশকে একসঙ্গে ভোট প্রচারে দেখা যেতে পারে।

তৃণমূল উত্তরপ্রদেশে কোনও প্রার্থী দিচ্ছে না। অখিলেশের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতেই তৃণমূল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button
error: