বছরের প্রথম দিন থেকে সব গাড়িতে বাধ্যতামূলক ফাসট্যাগ

টিডিএন বাংলা ডেস্ক: বছরের প্রথম দিন থেকে সব গাড়িতে বাধ্যতামূলক ফাসট্যাগ। চারচাকা বা তার বেশি চাকার গাড়িতে ‘ফাসট্যাগ’ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। আজ বছরের শেষদিনেই শুধু সুবিধা থাকবে নগদে মেটানোরও। গাড়িতে ফাসট্যাগ না-থাকলে স্বাভাবিক হারের দ্বিগুণ হারে টোল মেটাতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।