দেশ

“পাকিস্তানের জন্য ভালোবাসা, সেখানে গিয়ে সুখে থাকুন”, মেহবুবাকে পাল্টা জবাব হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ নিয়ে কেন্দ্রকে এক হাত নিয়েছিলেন মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী মেহবুবাকে পাল্টা জবাব দিলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। টুইটারে লেখেন, “আপনি তো দেখছি কিছুই খবর রাখেন না। যে আফগানিস্তানের কথা আপনি বলছেন, সেটা অন্য দেশ। আমেরিকা অন্য দেশে গিয়ে বসেছিল। আমরা কিন্তু নিজেদের দেশেই বসে আছি। কে তাড়াবে আমাদের? পাকিস্তানের প্রতি আপনার যখন এতই ভালোবাসা, তাহলে বরং এ দেশ ছেড়ে সেখানে গিয়েই সুখে থাকুন।”

ঘটনা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কুলগামের একটি সভায় মেহবুবা বলেন, “আপনাদের বারবার বলছি দয়া করে উপত্যকাবাসীর ধৈর্যের পরীক্ষা নেবেন না। পরিস্থিতি বুঝুন এবং শুধরে যান। নাহলে ওদেশে আমেরিকার মতই এখানে হাল হবে আপনাদের।” এদিন অনিল এই মন্তব্যের পাল্টা জবাব দেন। উল্লেখ্য, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ ও রাজ্যের তকমা তুলে দেওয়া নিয়ে গোড়া থেকেই সরব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ উপত্যকার বিরোধী নেতৃত্বের একটা বড় অংশ। কুলগামের সভাতে সেই প্রসঙ্গ টেনে এনেছেন মেহবুবা। কেন্দ্রকে তার পরামর্শ, “সরকারের কাছে এখনও সময় রয়েছে। আমাদের দাবি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মত কাশ্মীর নিয়ে ফের বহুপাক্ষিক আলোচনা শুরু করুন। এখনও সময় আছে নিজেদের ভুল শুধরে নিন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিন।”

মুফতির এই মন্তব্য নিয়ে শনিবার থেকেই সুর চড়িয়েছিল গেরুয়া শিবির। পিডিপি নেত্রী কি তালিবানে যোগ দেবেন? এমন খোঁচাও দেওয়া হয় তাকে।

Related Articles

Back to top button
error: