দেশ

১৪ মাস পরে অবশেষে মুক্ত জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

টিডিএন বাংলা ডেস্ক: পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী তথা জম্মু-কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে দীর্ঘ ১৪ মাস ধরে গৃহবন্দি রাখার পর শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা বিলোপ এর পর থেকেই গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি। মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি টুইট করে এই খবর জানান।

টুইটারে তিনি লেখেন,”এখন যখন মেহেবুবা মুফতি অবৈধ আটক শেষ হয়েছে তখন আমি সেই সমস্ত লোকেদের ধন্যবাদ জানাতে চাই যারা এই কঠিন সময় আমার সঙ্গে থেকেছেন।”

গতবছর ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫ এ ধারা বিলোপের মাধ্যমে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব হয় এবং জম্মু-কাশ্মীর ও লাদখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর রাতারাতি জম্মু-কাশ্মীরের সমস্ত প্রথম সারির রাজনৈতিক নেতাদের আটক করা হয়। গৃহবন্দী করা হয় জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথাপি পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহকে। ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ চলতি বছরের শুরুর দিকে মুক্তি পেয়ে গেলেও মুক্তি পাননি মেহবুবা মুফতি।

এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মেহেবুবা মুফতির পরিবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মুক্তির আবেদন পত্রের ভিত্তিতে শুনানি হয়। মেহবুবা মুফতীর মেয়ে ইলতিজা মুফতি জননিরাপত্তা আইন (পিএসএ)-এর অধীনে তাঁর মায়ের কারাবাসের বিরুদ্ধে দায়ের করা পিটিশন সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই মামলার পুরো বিষয় শুনে আদালত জম্মু ও কাশ্মীর প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল যে, জন নিরাপত্তা আইনে একজনকে সর্বাধিক কতদিন পর্যন্ত আটক করা হতে পারে? মেহবুবা মুফতিকে কতদিন পর্যন্ত হেফাজতে রাখা হবে?এই মামলায় সুপ্রিম কোর্ট জানায়, চিরকালের জন্য কাউকে গৃহবন্দি করে রাখা যাবে না। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি ও তাঁর কাকাকে মেহবুবা মুফতির সাথে দেখা করার অনুমতি দেয়। প্রসঙ্গত, জুলাই মাসে পিএসএর অধীনে মেহবুবা মুফতির গৃহবন্দির সময়াবধি আরো তিন মাস বাড়ানো হয়েছিল।

Related Articles

Back to top button
error: