দেশ

চিনের বিরুদ্ধ লড়াই করা ভারতীয় জওয়ানদের পরিস্থিতির কথা উল্লেখ করে মোদিকে প্রশ্ন রাহুলের,”কে পেল আচ্ছে দিন?”

টিডিএন বাংলা ডেস্ক: ভারত চিনের মধ্যে লাগাতার চলতে থাকা বিরোধের মধ্যেই লাদাখ সীমান্তে পাহারারত ভারতীয় জওয়ানদের পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের অবস্থা প্রসঙ্গে একটি জনৈক সংবাদপত্রে প্রকাশিত লাদাখের এক প্রাক্তন সাংসদের মন্তব্য উল্লেখ করে একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন,”দেশের জওয়ানরা ভয়ংকর ঠান্ডায় সাধারণ তিনটে বসবাস করেও চিনের আক্রমণের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যখন দেশের প্রধানমন্ত্রী ৮,৪০০ কোটি টাকার বিমানে ঘরেন এবং চিনের নাম উচ্চারণ করতে ভয় পান। কে পেল আচ্ছে দিন?”

Related Articles

Back to top button
error: