রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমেঠিতে জীবন্ত জ্বালিয়ে মারা হল গ্রাম প্রধানের স্বামীকে!
টিডিএন বাংলা ডেস্ক: আমেঠিতে জীবন্ত জ্বালিয়ে মারা হল গ্রামপ্রধানের স্বামীকে। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই নাটকীয় প্রতিশোধ নেওয়া হয়েছে। গ্রাম প্রধানের স্বামীকে বৃহস্পতিবার গভীর রাতে বন্দইয়া গ্রামের বাইরের এলাকায় গায়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়। গায়ে আগুন লাগা অবস্থায় গ্রাম প্রধানের স্বামীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও শরীরের বেশিরভাগ অংশ বীভৎসভাবে পুড়ে যাওয়ার কারণে প্রাণ বাঁচানো যায়নি ওই ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম অর্জুন। তার বয়স ৫০ বছর। মৃতের স্ত্রী ছোটকা গ্রামের প্রধান। মৃত ব্যক্তির শবদেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। এই ঘটনার পর গ্রামের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে এই ঘটনায় কঠোর হাতে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মৃতের স্ত্রী জানিয়েছেন তাঁর স্বামী কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এবং বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেননি। এক পুলিশ আধিকারিক জানান এই ঘটনার বিষয়ে তাদেরকে জানানো হয়েছিল এবং বলা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।