দেশ

মধ্যপ্রদেশের মুসলিম চুরি বিক্রেতার সঙ্গে পাক যোগ পেলেন মন্ত্রী!

টিডিএন বাংলা ডেস্ক : মধ্যপ্রদেশের হিন্দু এলাকায় চুড়ি বিক্রির ‘অপরাধে’ সম্প্রতি নিগৃহীত হয়েছিলেন এক মুসলিম। শুধু মারধর নয়, কেড়ে নেওয়া হয়েছিল তার টাকা, চুড়ি এমনকী আধার কার্ড। ঘটনার ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত চারজনকে গ্রেফতারের দাবিতে থানার সামনে জড়ো হয় একদম মানুষ। রাজ্য সরকারের এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দাবী, সেই প্রতিবাদকারীদের মধ্যেই এক ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে!

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, তদন্তে জানা যাচ্ছে, গ্রেফতার আলতামাস খান হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম- এর সদস্য। মন্ত্রীর দাবি, ওই ব্যক্তির কাছ থেকে বেশ কিছু আপত্তিকর ভিডিয়ো ও অডিও পাওয়া গিয়েছে। সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রাজ্যে অশান্তির ষড়যন্ত্র করছিল।

পুলিশের দাবি, বেশ কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। জনসাধারণকে কোনও রকম প্ররোচনায়মূলক মন্তব্যে প্রভাবিত হতে বারণ করে পুলিশ। এরপরই উস্কানিমূলক মন্তব্য ছড়ানো ও অশান্তি সৃষ্টির অভিযোগে আলতামাস খান, মুহাম্মদ ইমরান আনসারি, জাভেদ খান ও সাইদ ইরফান আলি নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Back to top button
error: