প্রতিকূল তথ্য মুক্ত মোদী সরকার! জাতীয় স্তরে করোনা যোদ্ধাদের তথ্য না থাকার বিষয় নিয়ে মোদী সরকারকে কটাক্ষ রাহুলের
টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের কাছে করোনা ভাইরাসে সংক্রমিত বা করণা ভাইরাসের কারণে মৃত্যু হওয়া স্বাস্থ্যকর্মীদের সম্বন্ধে কোন তথ্য নেই কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রকের কাছে। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে তাঁর লিখিত বয়ানে এমনটাই জানিয়েছেন। এই বিষয়টিকে হাতিয়ার করেই এবার মন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদি সরকার হল প্রতিকূল তথ্য মুক্ত সরকার।
একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”প্রতিকূল তথ্য-মুক্ত মোদি সরকার! খালা বাজানো, প্রদীপ জ্বালানোর থেকে অনেক বেশি জরুরী হচ্ছে ওনার সুরক্ষা এবং সম্মান। মোদি সরকার, করোনা যোদ্ধাদের এত অপমান কেন?”
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে তার লিখিত বয়ানে জানিয়েছিলেন,”স্বাস্থ্য রাজ্যের বিষয়। এ ধরনের তথ্য কেন্দ্রীয় স্তরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক রাখে না। তবে যারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ইন্সুরেন্স প্যাকেজের মাধ্যমে সহায়তা চাইছেন তাদের তথ্য জাতীয় স্তরে সংরক্ষণ হচ্ছে।”
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবেকে সাংসদ বিনয় বিস্বম কতজন স্বাস্থ্যকর্মী যেমন ডাক্তার, নার্স, সহযোগী কর্মী এবং আশা কর্মীরা করোনায় আক্রান্ত ও কতজন এখনো পর্যন্ত মারা গেছেন, তা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের জবাবেই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার জানান, এখনো পর্যন্ত মোট ১৫৫ জন হেলথকেয়ার স্টাফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তাদের পরিবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ইন্সুরেন্স প্যাকেজের আওতায় সহায়তা চাইছেন। এই ১৫৫ জনের মধ্যে ৬৪ জন ডাক্তার, ৩২ জন নার্সিং স্টাফ, ১৪ জন আশা কর্মী এবং অন্যান্য আরো ৪৫ জন অন্তর্ভুক্ত রয়েছেন।