দেশ

কৃষি বিল দিয়ে মোদী সরকার নিজের ‘বন্ধু’দের ব্যবসার প্রসার করবেন: রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে একের পর এক বিরোধী দলনেতারা কৃষি বিল মোদী সরকারের বিরোধিতায় সরব হয়েছেন। এই পরিস্থিতিতে ফের একবার কৃষি বিল নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। রাহুলের দাবি, মোদী সরকার কৃষি বিলের সাহায্যে তাঁর বন্ধুদের ব্যাবসার বিকাশ করবেন।

এদিন রাহুল গান্ধী একটি টুইট করে লেখেন,”কৃষকদের মোদী সরকারের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে কারণ প্রথম থেকেই মোদিজির বলা আর করার মধ্যে ফারাক থেকেছে — নোটবন্দি, ভুল জিএসটি এবং ডিজেলের ওপর ভারিমাত্রায় শুল্ক। সজাগ কৃষক জানে, কৃষি বিলের সাহায্যে মোদী সরকার নিজের ‘বন্ধু’দের ব্যবসা প্রসারিত করবেন আর কৃষকের রুজি রুটির ওপর হবে আঘাত।”

গতকালও কৃষি বিলের বিরোধিতা করে টুইট করেছিলেন রাহুল গান্ধী। এই বিলকে কলা কানুন উল্লেখ করে তিনি বলেছিলেন,”মোদী জি কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু মোদী সরকারের ‘কালো’ আইন কৃষক-কৃষক শ্রমিকদের অর্থনৈতিকভাবে শোষণ করার জন্য তৈরি করা হচ্ছে। এটি ‘জমিদারী’ র একটি নতুন রূপ এবং মোদী জির কিছু ‘বন্ধু’ হবেন নতুন ভারতের ‘জমিদার’। কৃষির বাজার হ্রাস পেলে, দেশের খাদ্য সুরক্ষাও শেষ হয়ে যাবে।”

Related Articles

Back to top button
error: