উত্তরপ্রদেশে খুব শীঘ্রই সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, ৬ মাসের মধ্যে মিলবে নিযুক্তিপত্র
টিডিএন বাংলা ডেস্ক: যোগী সরকারের রাজ্য উত্তরপ্রদেশে খুব শীঘ্রই বেরোজগার দের জন্য সুখবর আসতে চলেছে। খুব শীঘ্রই সে রাজ্যে শুরু হবে সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়া। এই নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকও করেছেন। ওই বৈঠকেই যোগী আদিত্যনাথ সমস্ত নিয়োগ কমিশন এবং বোর্ডের সদস্যদের নিয়ে একটি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি সমস্ত বিভাগে কতগুলো শূন্য পদ রয়েছে তাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে সমস্ত নিয়োগপত্র বন্টন করে দিতে হবে।যোগী আদিত্যনাথ বলেন যেভাবে উত্তরপ্রদেশে সোয়া তিন লক্ষ কর্মী নিয়োগ হয়েছে সেভাবেই এই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।