দেশ

বিহারে কোসী রেল মহাসেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিডিএন বাংলা ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিহারে কোসী রেল মহাসেতুর উদ্বোধন করেন এবং বারোটি রেল প্রকল্প চালু করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,”আজ বিহারের রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। নির্মালী থেকে সরাইগড়ে যেতে প্রায় ৩০০ সফর করতে হয়। এখন সেই দিন খুব বেশি দূরে নয় যখন বিহারের লোকদের এই ৩০০ কিলোমিটারের যাত্রা করতে হবে না। ৩০০ কিলোমিটারের এই যাত্রা মাত্র ২২ কিলোমিটারে কমে আসবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন,”আজ কোসী মহাসেতু থাকায় সুপৌল – আসনপুর কূপহার মধ্যে রেল যোগাযোগ শুরু হওয়ার কারণে সূপৌল, অররিয়া এবং সহরসা জেলার মানুষেরা উপকৃত হবেন। শুধু তাই নয়, এই সেতু উত্তর-পূর্বের সহযোগীদের জন্য একটি বিকল্প রেল পথও সরবরাহ করবে।”

এ প্রসঙ্গে রেল কর্চারীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,”যেভাবে করোনার সময় রেল কাজ করেছে এবং এখনও করছে তার জন্য আমি ভারতীয় রেলের লোখ্যাধিক কর্মচারীর বিশেষ প্রশংসা করছি। দেশের লক্ষাধিক শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেনের সাহায্যে সুরক্ষিত ভাবে বাড়ি পৌঁছানোর জন্য রেল দিন রাত এক করে দিয়েছিল।”

তিনি আরো বলেন,”২০১৪ এর আগের ৫ বছরে বিহারে স্রেফ সওয়া তিনশো কিলোমিটার নতুন রেলপথ ছিল। যেখানে ২০১৪ এর পরের পাঁচ বছরে বিহারে প্রায় ৭০০ কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে। অর্থাৎ প্রায় দ্বিগুনের বেশি রেললাইন তৈরি হয়েছে।”

Related Articles

Back to top button
error: