দেশ

দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধাঞ্জলি জানালেন নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের প্রথম মু হিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিবসে টুইট করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের দিনেই ১৯৮৪ সালে হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। ১৯৬৬ সালের জানুয়ারি মাস থেকে ১৯৭৭ সালের মার্চ মাস পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপর ১৯৮০ সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন।

ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,”আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”

নিজের দিদার মৃত্যুবার্ষিকীতে ভাবুক হলে কংগ্রেস সংসদ রাহুল গান্ধী লেখেন, “অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। অসত্য থেকে সত্যের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যুর থেকে জীবনের দিকে। ধন্যবাদ দিদা আমাকে এই শব্দগুলির সঠিক অর্থ বুঝিয়ে তার সাথে বাঁচতে শেখানোর জন্য।”

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদির পাশাপাশি দিল্লি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়াল এবং অশোক গেহলট টুইট করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে।

Related Articles

Back to top button
error: