মাদক মামলায় এবার দীপিকা পাডুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে শমন পাঠাল এনসিবি

Picture courtesy to Facebook

টিডিএন বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক চক্রের হদিশ করতে গিয়ে আগেই গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্ত্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্ত্তী। এবার মাদক মামলার তদন্তের জন্য এনসিবির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য শমন পাঠানো হলো বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং এবং সিমন খাম্বাটাকে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এনসিবির দপ্তরে হাজির হতে হবে দীপিকা পাড়ুকোনকে। অপরদিকে, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এনসিবির দপ্তরে আসতে হবে।

সম্প্রতি, দীপিকা পাডুকোনের সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের একটি মাদক সংক্রান্ত চ্যাট প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় বলিপাড়ায়। এর পরেই এনসিবির তরফ থেকে নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে। অভিনেত্রীর ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয় যে দীপিকা পাডুকোন বর্তমানে গোয়ায় করন জোহরের ফিল্মের শুটিংয়ে ব্যাস্ত রয়েছেন। তবে, এনসিবির তরফ থেকে পাঠানো এই শমনের পর শীঘ্রই ফিরে আসতে হবে দীপিকা পাডুকোনকে।

এদিকে, সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই তিনজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে এবিষয়ে শলা পরামর্শ করছেন দীপিকা। এছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন ১২ জনের একটি লিগাল টিম।