টিডিএন বাংলা ডেস্ক: মুম্বাই আগ্রা হাইওয়েতে শর্টসার্কিট থেকে আগুন লেগে গাড়িতেই জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন এনসিপি নেতা সঞ্জয় শিন্ডে। মঙ্গলবার সন্ধ্যেবেলা ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। নাসিকের পিম্পলগাঁও বসন্ত টোলপ্লাজার কাছে আসার পর হঠাৎই শর্ট সার্কিট হয়ে যায় গাড়িতে। আটাতে কি গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর,প্রথমে গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি তৈরি হয় যা গাড়িতে রাখার স্যানিটাইজারের সংস্পর্শে আসে। এরপরেই গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। গাড়িতে আগুন লেগে যেতেই অ্যাক্টিভেট হয়ে যায় সেন্ট্রাল লকিং সিস্টেম। যে কারণে গাড়ি থেকে বেরোতেই পারেননি সঞ্জয় শিন্ডে। ওই ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতে পেয়ে এগিয়ে আসেন এলাকার মানুষজন। ডাকা হয় দমকল বাহিনীকে। আগুন নেভানো গেলেও বাঁচানো যায়নি সঞ্জয় শিন্ডেকে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এনসিপি নেতা সঞ্জয় শিন্ডে মঙ্গলবার তার আঙ্গুর ক্ষেতের জন্য কীটনাশক কিনতে যাচ্ছিলেন। কাভাডা নদীর কাছে একটি ব্রিজের ওপর আসতেই গাড়িতে সমস্যা সৃষ্টি হয়। এর পরেই ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা।