প্রবল বৃষ্টিতে ভাঙলো দেওয়াল, চাপা পড়ে মৃত শিশু সহ ৯, ঘটনাস্থল পরিদর্শনে সাংসদ ওয়াইসি

Pic Collected From Asaduddin Owaisi Twitter Account

টিডিএন বাংলা ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাঙলো দেওয়াল। চাপা পড়ে মৃত্যু হলো একটি দুইমাসের শিশু সহ ৯ জনের। ঘটনায় রীতিমতো শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে হায়দ্রাবাদে। উল্লেখ্য, গত তিন দিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ভেঙে পড়ে একটি বিরাট দেওয়াল। ঘটনায় প্রাণ যায় অন্তত ৯ জনের। চাপা পড়ে যান আরো অনেকেই।

তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। এদিকে বৃষ্টির মাঝেই দেওয়াল চাপা পড়ে নিহত পরিবারগুলোর কাছে যান লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি ট্যুইট করে বলেন, বান্দলাগুড়ার মহাম্মেডিয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেওয়াল ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন জখম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিই। এখন আমি তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’