দেশ

কৃষি আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক দিল পাঞ্জাব সরকার

টিডিএন বাংলা ডেস্ক: নতুন কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস সম্পন্ন বিরোধী দলগুলির প্রতিবাদ এর মধ্যেই এবার কেন্দ্রের কৃষি আইন এর বিরুদ্ধে রাজ্যের নতুন আইন প্রণয়ন করতে বিশেষ বিধানসভা অধিবেশন এর ডাক দিল পাঞ্জাবের অমরিন্দর সিংহের সরকার। আগামী ১৯ অক্টোবর বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর নেতৃত্বে মন্ত্রী পরিষদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কিছুদিন আগেও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছিলেন “ফেডারেল কাঠামো বিরোধী”কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আইনি পদ্ধতিতে লড়াই করা হবে। এমনকি কেন্দ্রের বিপদজনক আইনের প্রভাব শেষ করতে খুব শীঘ্রই বিধানসভার অধিবেশন ডাকার কথা বলেছিলেন তিনি।

Related Articles

Back to top button
error: