দেশ

২২ অক্টোবর কলকাতায় দুর্গা পূজায় শামিল হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিডিএন বাংলা ডেস্ক: দুর্গাপূজায় কলকাতার প্রতিটি প্যান্ডেলে প্রতিমা দর্শনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর অনুযায়ী আগামী ২২ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন দেবী দুর্গার আরাধনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি সশরীরে কলকাতার প্রতিটি প্যান্ডেলে আসবেন নাকি ভার্চুয়াল পুজো অনুষ্ঠানে শামিল হবেন সে সম্বন্ধে এখনো কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

এদিকে ১৯ অক্টোবর পশ্চিমবঙ্গে বিজেপির জমি শক্ত করতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শিলিগুড়িতে দুর্গাপূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর আগে ১৭ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল কিন্তু আমেদাবাদের যাবার কারণে তার পশ্চিমবঙ্গ সফর রদ হয়ে যায়। তার পরিবর্তে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

সূত্রের খবর অনুযায়ী, দুর্গাপুজোর অবসরকে পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে বিজেপির সম্পর্ক আরও জোরালোভাবে তৈরি করতে ব্যবহার করতেই বঙ্গ বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুর্গাপুজোয় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: