বিগত ৬ মাসে ভারত চিন সীমান্তে কোনো অনুপ্রবেশ হয়নি! রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
টিডিএন বাংলা ডেস্ক: বুধবার সংসদের অধিবেশন চলাকালীন সরকারকে জিজ্ঞাসা করা হয় যে গত ৬ মাসে সীমান্তে পাকিস্তান ও চীন থেকে কতবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় জানিয়েছেন, গতমাসে ভারত-চীন সীমান্তে অনুপ্রবেশের তথ্য পাওয়া যায়নি। অথচ পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তে বিগত কয়েক মাস ধরে দু’দেশের মধ্যে সামরিক অচলাবস্থা জারি রয়েছে। উভয়পক্ষের সৈন্যদের মধ্যে হওয়া সংঘর্ষের খবরও প্রকাশ্যে আসছে।
অন্যদিকে, ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, পাকিস্তানের তরফে ফেব্রুয়ারি ও জুন মাসে কোনো অনুপ্রবেশের চেষ্টা হয়নি, মার্চ মাসে চারবার, এপ্রিলে ২৪ বার, মে মাসে ৮ বার এবং জুলাই মাসে ১১ বার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে।
এর আগে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিগত প্রায় নয় মাস ধরে পাকিস্তান জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সিজ ফায়ার উল্লঙ্ঘন করার ঘটনা ৩১৮৬ বার ঘটেছে, যা গত ১৭ বছরে সবথেকে বেশি।
কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছিলেন, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জম্মুতে আন্তরাষ্ট্রীয় সীমান্তবর্তী এলাকায় সীমান্তের অপর দিক থেকে ২৪২ বার গোলাগুলি চলেছে। ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জম্মুতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সিজ ফায়ার উল্লঙ্ঘন করার ঘটনা ৩১৮৬ বার ঘটেছে। এ বছর ৭ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু-কাশ্মীরে ৮ জন সেনা শহীদ হয়েছেন এবং দুজন আহত হয়েছেন।