দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ পেরিয়ে যাবার পর মোদী সরকারকে ফের কটাক্ষ করলেন রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ্যের গন্ডি পেরিয়ে গেছে। শুধু তাই নয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের সবথেকে বেশি দ্রুততার সঙ্গে করোনার সংক্রমণ হচ্ছে বলেও জানা গেছে। এই প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ফের একবার কটাক্ষ করলেন রাহুল গান্ধী। বুধবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন করোনা পরিস্থিতিতে বিজেপি সরকার একের পর এক খেয়ালি পোলাও তৈরি করেছেন।

নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রাহুল গান্ধী এদিন লেখেন,”করোনা পরিস্থিতিতে বিজেপি সরকার একের পর এক খেয়ালী পোলাও রান্না করেছে। ২১ দিনে করোনাকে হারাবো, আরোগ্য সেতু অ্যাপ সুরক্ষা করবে, ২০ লক্ষ্য কোটি টাকার প্যাকেজ, আত্মনির্ভর হও, সীমান্তে কোন অনুপ্রবেশ হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে, কিন্তু একটা সত্যি ছিল—বিপদের মধ্যে ‘অবসর’#পিএম কেয়ারস”।