দেশ

অর্থনৈতিক ব্যবস্থার ওপর করোনার প্রভাব ধীরে ধীরে হ্রাস পাবে; জানালেন আরবিআইএর গভর্নর শক্তিকান্ত দাস

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের অর্থনৈতিক ব্যবস্থার ওপর করোনা পরিস্থিতির যে প্রভাব পড়েছে তা ধীরে ধীরে হ্রাস পাবে, এমনটাই জানিয়েছেন আরবিআইএর গভর্নর শক্তিকান্ত দাস। এফআইসিসিআইয়ের জাতীয় নির্বাহী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আরবিআইয়ের গভর্নর বলেছিলেন, “দেশ এখনও করোনার ভাইরাসের প্রভাবে রয়েছে এবং অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক বিকাশে ফিরে আসবে।”

তিনি আরো বলেন,”প্রথম ত্রৈমাসিকে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ার পর দ্বিতীয় ত্রৈমাসিকে পরিস্থিতি অনেকটাই সামান্য হয়েছে।” শুধু তাই নয়, এরপর বিশ্ব ব্যাংকের দ্বারা প্রস্তুত মূল্যায়নের প্রসঙ্গ উল্লেখ করে শক্তিকান্ত দাস বলেন বিশ্ব স্তরে এই প্রভাব থেকে মুক্ত হতে অনেকটা বেশি সময় লাগবে।

আরবিআইয়ের গভর্নর আরও বলেন যে আরবিআই ধারাবাহিকভাবে বড় আকারে লিকুইডিটি ইনফিউশন করেছে এবং এটি স্বল্প হারে এবং অ-বাধাদানমূলক পদ্ধতিতে সরকার দ্বারা বড় ঋণ গ্রহণের বিষয়টি সুনিশ্চিত করেছে। এর বাইরে লিকুইডিটি ইনফিউশন অন্যান্য ক্ষেত্রেও বেশ ভাল কাজ করেছে।

Related Articles

Back to top button
error: