দেশ

১১দিন ধরে স্ট্রেচারেই পড়ে রইল মৃতদেহ! শুকিয়ে কঙ্কালসার হয়ে গেলেও হুঁশ হলো না হাসপাতাল কর্তৃপক্ষর

টিডিএন বাংলা ডেস্ক: ১১দিন ধরে স্ট্রেচারেই পড়ে রইল বেওয়ারিশ মৃতদেহ। লাশ শুকিয়ে কঙ্কালসার হয়ে গেলেও হুঁশ হলো না সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের। মধ্যপ্রদেশের সবথেকে বড় সরকারি হাসপাতালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রায় ১১ দিন আগে মধ্যপ্রদেশের এমওয়াই হাসপাতালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শ্রেণি ওপর পড়ে থেকে পচে কঙ্কাল হয়ে গেল। তারপর হুঁশ ফিরল হাসপাতালের। এবার এই ঘটনায় কি দোষী তা তদন্ত করে দেখার কথা বলা হচ্ছে।

ওই হাসপাতালের সুপারিনটেনডেন্ট পিএস ঠাকুর বলেছেন, অজ্ঞাত ব্যক্তির শবদেহ আমরা এক সপ্তাহ পর্যন্ত রেখে দিই। মৃতদেহ সৎকার করার জন্য পুরসভাকে ডাকা হয়েছিল কিনা, তা খোঁজ নেওয়া হচ্ছে। ইনচার্জকেও নোটিশ দেওয়া হয়েছে। কারো অবহেলা প্রকাশ্যে এলে ব্যবস্থা নেওয়া হবে।

এম ওয়াই হাসপাতাল মধ্যপ্রদেশের সবথেকে বড় সরকারি হাসপাতাল। ইন্দোর সবথেকে বেশি করোনায় প্রভাবিত জেলা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, প্রতিদিন তাদের মর্গে ২১-২২ টি মৃতদেহ আসে। অথচ ওই মর্গে মাত্র ১৬ টি ফ্রিজার উপলব্ধ। মধ্যপ্রদেশের ওই হাসপাতালে সুপারিনটেনডেন্ট এ প্রসঙ্গে বলেন তাদের কাছে সীমিত ব্যবস্থা রয়েছে। আমরা এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছি এবং ফ্রিজার আনানোর জন্য অনেক চিঠিও লিখেছি, বলে জানান তিনি।

গতকাল হাসপাতাল পরিসরে প্রচন্ড দুর্গন্ধ আসার কারণ অনুসন্ধান করতে গিয়ে স্ট্রেচার এর ওপর চাদর ঢাকা অবস্থায় ওই মৃতদেহ খুঁজে পান এক ব্যক্তি। তখনই প্রকাশ্যে আসে হাসপাতালে ব্যবস্থাপনার বিভৎস চিত্র। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ওই মৃতদেহকে সরিয়ে ফেলা হয়।

Related Articles

Back to top button
error: