জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় শান্তি পুরস্কার পেলেন নোবেলজয়ী ড. অমর্ত্য সেন

টিডিএন বাংলা ডেস্ক: বিশ্বমঞ্চে গর্বিত ভারত। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় শান্তি পুরস্কার পেলেন বঙ্গ সন্তান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নাম ঘোষণা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

জানা গিয়েছে, ১৪ থেকে ১৮ অক্টোবর পাঁচদিন ধরে ডিজিটাল মাধ্যমে ফ্রাঙ্কফুর্ট বইমেলা আয়োজিত হয়। শেষদিন পুরস্কার ঘোষণা করা হয় গির্জায়। জার্মানির বিখ্যাত অভিনেতা ক্লসনার শান্তিপ্রাপক হিসেবে অমর্ত্য সেনের নাম ঘোষণা করেন। তার আগে তিনি জানান, এবার এই বিশেষ পুরস্কার ইউরোপ মহাদেশের বাইরের একজন পাচ্ছেন, যা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।