দেশ

ইউজিসি নেটের অ্যাডমিট কার্ড আজই প্রকাশ করতে পারে এনটিএ

টিডিএন বাংলা ডেস্ক: জাতীয় পরীক্ষামূলক সংস্থা তথা এনটিএ আজ ইউজিসি-নেট জুন সেশন পরীক্ষার জন্য প্রবেশপত্র জারি করতে পারে। ইউজিসি-নেট প্রবেশপত্র জুন ২০২০ এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হবে। শিক্ষার্থীরা এখান থেকে অ্যাডমিট কার্ড বা প্রবেশ পত্র ডাউনলোড করতে সক্ষম হবেন। তবে অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ সম্পর্কে এনটিএ কর্তৃক কোনও সরকারী নোটিশ জারি করা হয়নি।তবে ইউজিসি নেট জুন সেশন এর পরীক্ষা দেশব্যাপী ১৬,১৮ এবং ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২০ তে অনুষ্ঠিত হবে।

এর আগে ইউজিসি নেট অ্যাডমিট কার্ড প্রায় এক মাস আগে প্রকাশ করা হত। তবে এবার পরীক্ষার ১৬ দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।এনটিএর জারি করা নোটিশে বলা হয়েছিল যে ইউজিসি নেট পরীক্ষার জন্য প্রবেশপত্র পরীক্ষা শুরুর ১৫ দিন আগে জারি করা হবে। এদিকে পরীক্ষা শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি রয়েছে। এর থেকে আশা করা যায় যে শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে এনটিএ।

Related Articles

Back to top button
error: