টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বেকারত্ব, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এবং আরও কিছু পরীক্ষার ফলাফলে দেরি হওয়ার অভিযোগে শুক্রবার ফের সরব হলেন মোদী সরকারের বিরুদ্ধে।রাহুল গান্ধী বলেছেন, যুব কর্মসংস্থান সম্পর্কিত এই সমস্যার সমাধান করা উচিত সরকারের। এ প্রসঙ্গে একটি টুইট করে তিনি লিখেছেন,”মোদি সরকার, কর্মসংস্থান, অ্যাডমিশন, পরীক্ষার ফলাফল, দেশের তরুণদের সমস্যার সমাধান দিন।”
এ প্রসঙ্গে “নবভারত টাইমসে” প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করেছেন রাহুল গান্ধী। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে আগস্ট মাসে দেশে বেকারত্বের হার ৮.৫ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই মাসে দেশে শ্রম বাহিনীর সংখ্যা ছিল ৪২.৪ কোটি, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৪২.৮ কোটি। এই বৃদ্ধির সাথে বেড়েছে বেকারত্ব। এই সংখ্যা ৩.২ কোটি থেকে বেড়ে ৩.৬ কোটি হয়েছে।