সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ বয়কটের ডাক দিল নেটিজেনরা

টিডিএন বাংলা ডেস্ক: আজ ঠিক সন্ধে ছটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় নিজেই জানিয়েছিলেন এই কথা। কিন্তু মোদির ভাষণ এর আগেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল হ্যাশট্যাগ বয়কট মোদী ভাষণ। এখনো পর্যন্ত প্রায় তিরিশ হাজারের বেশি টুইট করা হয়েছে এই হ্যাশট্যাগ ট্রেন্ডে। যদিও এর মধ্যে কেউ কেউ শুধুমাত্র মজার ছলে, তো কেউ কটাক্ষের সুরে, আবার কেউ কেউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরের খোঁজে ডাক দিয়েছেন বয়কটের। নিচে রইল তার কিছু নিদর্শন।