টিডিএন বাংলা ডেস্ক: বিতর্কিত কৃষি বিল ২০২০ প্রসঙ্গে আলোচনা করতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে আজ সাক্ষাত করবেন বিরোধী দলনেতারা। সূত্রের খবর অনুযায়ী রাষ্ট্রপতি ভবন থেকে বিকেল পাঁচটায় বিরোধীদের দলনেতাদের সাক্ষাৎ করার জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে। করোনা সংক্রান্ত নিয়মাবলি পালন করেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিরোধী দলনেতারা আবেদন করেছিলেন যার ভিত্তিতে এই সময় নির্দিষ্ট করা হয়েছে।