দেশ

৪৯ বছরে মাধ্যমিক পাস করলেন ওড়িশার বিধায়ক

টিডিএন বাংলা ডেস্ক : বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই। কিন্তু শেখার তো কোনও বয়স দরকার হয় না। এক্ষেত্রে লাগে ইচ্ছা। সেই কথাকেই প্রমাণ করলেন ওড়িশার বিজু জনতা দল বিধায়ক পূর্ণচন্দ্র সোয়েন। এই বয়সে মাধ্যমিক পাস করলেন তিনি।

কোভিড পরিস্থিতির জন্য অনলাইনে এবার রাজ্যের সেকেন্ডারি এডুকেশন বোর্ড দশম শ্রেণির পরীক্ষার ব্যবস্থা করে। পরীক্ষায় পাস করেছে ৫ হাজার ২৩৩ জন। পাশের হার ৮০.৮৩%। সেই তালিকায় নাম রয়েছে বিধায়কেরও। আর অকৃতকার্য হয়েছে ১৪১ জন। এসব পরীক্ষার্থীরা বোর্ডের অনলাইন রেজাল্টে সন্তুষ্ট ছিল না। তারা অফলাইন পরীক্ষায় বসে।

এবার আসা যাক বিধায়কের প্রাপ্ত নম্বরে। বিধায়কের প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৩৪০। গ্রেড বি-২। রিপোর্ট কার্ড অনুযায়ী, ছবি আঁকাতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। অঙ্কনে তিনি পেয়েছেন ৮৫। এছাড়া ওড়িষ্যা আর সোশ্যাল সাইন্সে পেয়েছেন ৬০% এর বেশি নম্বর।

Related Articles

Back to top button
error: