দেশ

পাক ড্রোনের ফের হানাদারি, হামলার আশঙ্কা বায়‍ুসেনার

টিডিএন বাংলা ডেস্ক : পাকিস্তানি ড্রোনের ফের আনাগোনা। এবার দিল্লির আরও কাছে। গুলি চালিয়েও মাটিতে নামানো সম্ভব হয়নি ড্রোনগুলিকে। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার তিনটি এলাকায় সন্দেহজনক ড্রোন নজরে আসে।

সাম্বা জেলার ছিলাদ্যা, গাগওয়াল এলাকা এবং বারি-ব্রাহ্মণা এলাকায় তিনটি এলাকা থেকে দিল্লির দ‍ূরত্ব মাত্র ৬০০ কিমি। এগ‍ুলো ব্যবহার করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয় নজরদারি চালানোর চেষ্টা করছিল বলেই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ড্রোনগুলিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল সীমান্ত সুরক্ষা বাহিনী। এরইমধ্যে জম্মু-পাঠানকোট হাইওয়ের উপর নজরদারি চালাতে দেখা গিয়েছিল দু’টি ড্রোনকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেগুলিও উধাও হয়ে যায়।

গত সপ্তাহে এমনই একটি ড্রোন নজরে পড়েছিল জম্মুর আখনুর সেক্টরের কাছে। লাগাতার এভাবে ড্রোনের আনাগোনা দেখে মনে করা হচ্ছে স্বাধীনতা দিবস বা তার আগে দেশে বড়সড় ড্রোন হামলার ছক কষছে পাকসেনা। এর আগে ২৭ জুন ভোরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু।

Related Articles

Back to top button
error: