দেশ

পাবলিক সেক্টর ইউনিট এবং বেসরকারি সংস্থার কর্মীদের জন্য এবার থেকে চালু হল পেনশন পেমেন্ট অর্ডার

টিডিএন বাংলা ডেস্ক: অবসর নেওয়ার পর সাধারণ মধ্যবিত্তের আশা ভরসা সব কিছুই গিয়ে দাঁড়ায় পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের ওপর। যদিও সেই পেনশন চালু করতে জুতোর সুখতলা খুইয়ে যায় মানুষের। বেশ কয়েক মাসের লাগাতার প্রচেষ্টার পর চালু হয় পেনশন। কিন্তু এবার আর এই কষ্ট সহ্য করতে হবে না। অবসর নেওয়ার একমাস পর থেকেই চালু হয়ে যাবে পেনশন। পাবলিক সেক্টর ইউনিট এবং প্রাইভেট সেক্টর ইউনিটের কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের নতুন প্রকল্প পেনশন পেমেন্ট অর্ডার। অবসরের দিনেই হাতে পাওয়া যাবে এই অর্ডার। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের এই নতুন প্রকল্প আওতায় বিনা জুতোর সুখতলা খুইয়ে অবসর নেওয়ার একমাস পর থেকেই চালু হয়ে যাবে পেনশন।

Related Articles

Back to top button
error: