দেশ

কুলগামে খুন এক বিজেপি নেতা সহ দুই কর্মী; বলিদান ব্যর্থ যাবে না, বললেন জে পি নাড্ডা

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছেন এক বিজেপি নেতা সহ দুই বিজেপি কর্মী। নিহতদের মধ্যে ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক ফিদা হুসেন ইট্টো এবং দুই জেলা কার্যনির্বাহী সদস্য উমের রশিদ বেগ ও উমের হাজম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির ওই তিন ব্যক্তি কাজিগুন্দের ওয়াইকে পোরা এলাকায় বৃহস্পতিবার গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎই ওই এলাকায় গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গীরা। ঘটনাস্থলেই বিজেপির যুব মোর্চার নেতা সহ মারা যান দুই কর্মী। এই ঘটনার দায় স্বীকার লস্কর-ই-তৈবা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন। এর আগেও জম্মু-কাশ্মীরে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর ভাই ও কংগ্রেস পঞ্চায়েত প্রধান অজয় পণ্ডিতকে গত জুলাই মাসে হত্যা করা হয়।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করে একটি টুইটে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা লিখেছেন,”জম্মু ও কাশ্মীরের কুলগামে এক কাপুরুষোচিত হামলায় জঙ্গিরা বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক ফিদা হুসেন সহ তিনজনকে হত্যা করেছে। এধরনের দেশপ্রেমীর মৃত্যু রাষ্ট্রের কাছে বিরাট ক্ষতির। ওদের পরিবারের সঙ্গে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হল। এই বলিদান ব্যর্থ যাবে না। পরিবারকে সমবেদনা।”

এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে জম্মু-কাশ্মীরের বিজেপি শাখার পক্ষ থেকেও। জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্ত এই ঘটনার জন্য ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছেন। তিনি বলেন, এনসি এবং পিডিপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যই এই ঘটনার জন্য দায়ী। বর্বরোচিত জঙ্গি হামলায় আমরা দলের তিন একনিষ্ঠ সদস্যকে হারালাম। এই ঘটনা আমরা বরদাস্ত করবো না। হত্যাকারীদের উপযুক্ত ভাষাতেই জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন জম্মু-কাশ্মীরে তিরঙ্গা উত্তোলনের পক্ষে যারা সবাল করেছেন এই ঘটনা তাদেরই কণ্ঠরোধের প্রচেষ্টা। তবে এ ধরনের ঘটনা ঘটিয়ে জাতীয়তাবাদের প্রবাহকে ঠেকিয়ে রাখা যাবে না।

জম্মু-কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র রায়নার অভিযোগ, গুপ্তাঙ্গের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত ওদের বক্তব্যে চীন এবং পাকিস্তানের প্রসঙ্গ উঠে আসছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা লাগাতার কাশ্মীরের মানুষকে উস্কানোর প্রচেষ্টা করছে। এর ফলে দেশ বিরোধী জোট আরো শক্তিশালী হচ্ছে এবং দেশের মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। রায়না জানান, এই ঘটনার হামলাকারী পাকিস্তানকে এধরনের কাপুরুষোচিত পদক্ষেপের মূল্য দিতে হবে। সকলকে নিকাশ করা হবে।

Related Articles

Back to top button
error: