দেশ
রাজস্থানের চম্বল নদীতে উলটে গেল তীর্থযাত্রীদের নৌকা, মৃত অন্তত ১৪
টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের চম্বল নদীতে উলটে গেল তীর্থযাত্রীদের নৌকা। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। জানা গিয়েছে, বুধবার সকালে কোটার ইন্দরগড় এলাকার একটি মন্দিরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। চম্বল নদী পেরোতে নৌকায় চাপেন অন্তত ৪০ জন। তখনই চম্বল নদীতে উলটে যায় নৌকাটি। নদীর জলে ভেসে যান বহু তীর্থযাত্রী। শুরু হয় উদ্ধারকাজ।