দেশ

আগ্রায় ধর্ষণের শিকার ১৬ বছরের নাবালিকাকে ঘন্টার পর ঘন্টা ধরে থানায় বসিয়ে রাখল পুলিশ; করালোনা মেডিকেল চেকআপ‌

টিডিএন বাংলা ডেস্ক: হাথরাস কান্ড ঘটে যাওয়ার পরেও টনক নড়েনি উত্তর প্রদেশে পুলিশের। আগ্রায় এক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ হওয়ার পর ঘন্টার পর ঘন্টা ধরে থানায় বসে রাখল উত্তরপ্রদেশ পুলিশ। পরিবারের অভিযোগ করানো হয়নি কোন মেডিকেল চেকআপ। বরং পুলিশের উপস্থিতিতেই ধর্ষকের পরিবার দেড় লক্ষ টাকার বিনিময় এই ঘটনার নিষ্পত্তি করতে চাইল।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আগ্রার এত্মাদ্দৌলা এলাকায় এক ১৬ বছরের কিশোরীকে তার ৪০ বছরের প্রতিবেশী নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় ওই প্রতিবেশীর বাড়িতে একজন যুবক উপস্থিত ছিল। পরিবারের অভিযোগ অনুযায়ী ওই যুবক গেটের কাছে দাঁড়িয়ে থাকে আর ওই প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করে। এর এক ঘন্টা পর খারাপ শারীরিক অবস্থায় যখন কিশোরী তার বাড়ি ফেরেন এবং বাড়ির লোকেদের সমস্ত ঘটনা জানান। তাঁর কাছ থেকে পুরো ঘটনা শুনে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় পরিবার। অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাত বারোটা নাগাদ কিশোরীকে তার পরিবারের লোকেরা থানায় নিয়ে আসেন কিন্তু পুলিশ কিশোরীকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য হাসপাতলে পাঠায় না বরং ঘন্টার পর ঘন্টা থানাতেই বসিয়ে রেখে দেয়।

নির্যাতিতার ভাইয়ের অভিযোগ, অভিযুক্তের পরিবারের লোক যথেষ্ট শক্তিশালী। অভিযুক্তকে গ্রেফতার করে আনার পর থেকেই লাগাতার থানার কাছে ঘোরাফেরা করছে অভিযুক্তের পরিবার। পুলিশের সামনেই কিশোরীর পরিবারকে দেড় লক্ষ টাকা দিয়ে সমস্যা মিটিয়ে ফেলার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। বুধবার সকাল নটা পর্যন্ত লাগাতার থানার মধ্যেই সমঝোতা করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে পরিবার। এদিকে এই পুরো ঘটনার বিষয়ে সিও ছত্তা রাজীব কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button
error: