দেশ

তেজস্বী যাদবকে জঙ্গলরাজের যুবরাজ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণকে লক্ষ্যে রেখে দ্বারভাঙ্গার পর মোজাফফরপুর থেকে এদিনের দ্বিতীয় নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভা থেকেই লালু যাদবের পুত্র তেজস্বী যাদবকে সরাসরি আক্রমণ করে ‘জঙ্গল রাজের যুবরাজ’ বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সরাসরি তেজস্বী যাদব এর নাম নেননি তিনি। নরেন্দ্র মোদী বলেন, পুরনো ট্র্যাক রেকর্ড দেখে জঙ্গল রাজের যুবরাজের কাছ থেকে আর কি আশা করা যায়। তিনি আরও বলেন এই সময় অভিজ্ঞ লোকেদের বেছে নেওয়ার সময়, হাওয়ায় ভাসিয়ে যারা কথা বলে তাদের বেছে নেওয়ার জন্য নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেন, নির্বাচন খুব ব্যতিক্রমী পরিস্থিতিতে হচ্ছে।করোনার কারণে আজ পুরো বিশ্ব চিন্তিত। মহামারীর সময়ে বিহারের একটি স্থিতিশীল সরকার বজায় রাখা দরকার। উন্নয়নের জন্য এমন একটি সরকার দরকার যা সুশাসনের পরিপন্থী। তিনি আরও বলেন, এই সময় যারা হাওয়ায় ভাসিয়ে কথা বলে তাদের নির্বাচন করার সময় নয় বরং যারা অভিজ্ঞ হাতে বিহারকে অন্ধকারের হাত থেকে বের করে নিয়ে এসেছেন তাদের বেছে নেওয়ার সময়।

নরেন্দ্র মোদী আরো বলেন, এই মহামারীর সময় যদি জঙ্গল রাজের রাজারা রাজত্ব করতে আসেন তাহলে বিহারের পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে।পুরনো ট্র্যাক রেকর্ড এর ভিত্তিতে বিহারের জনগণ জঙ্গল রাজের যুবরাজের কাছ থেকে আর কি আশা করতে পারেন। তিনি আরো বলেন এই নির্বাচন আগামী দশকে বিহারের ভবিষ্যৎ কি আকার নেবে তা নির্ধারণ করবে। আপনাদের ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হবে যে আগামী দিনে ভারতে বিহারের ভূমিকা কি হবে।আপনাদের ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামী দিনে স্বনির্ভর বিহারের লক্ষ্যে আমরা কিভাবে অগ্রসর হতে পারি।

এরপর বিরোধী মহাজোটকে এক হাত নিয়ে ফের নরেন্দ্র মোদী বলেন, বিহারের মানুষ, ব্যবসায়ীরা কোনদিনও তাদের সাথে এর আগে যে ব্যবহার করা হয়েছে তা ভুলবেন না। চাঁদা দিলে তবেই রেহাই হত না হলে কিডন্যাপিং কপিরাইট তো এদের কাছে ছিলই। এই জন্য এদের থেকে সাবধান থাকা উচিত।

Related Articles

Back to top button
error: