আধারের মত প্রপার্টি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঘুচবে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদ
টিডিএন বাংলা ডেস্ক: গোটা দেশকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে এবার প্রতিটি গ্রামকে স্বনির্ভর করে তুলতে আগেই স্বামিত্ব যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার চালু করলেন প্রপার্টি কার্ড। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আধার কার্ডের মতই দেখতে হবে এই কার্ড। এই কার্ড চালু হয়ে গেলে গ্রামের কোনো সম্পত্তি ও জমির মালিকানা থেকে বঞ্চিত হবেন না।
কেন্দ্র সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, ২০২৪ সালের মধ্যে এই কার্ড দেশের প্রায় সাড়ে ছয় লক্ষ গ্রামের মানুষের কাছে পৌঁছে যাবে। আপাতত, মোট ছয়টি রাজ্যের ৭৬৩ টি গ্রামের মানুষ এই কার্ড পাবেন।উত্তরপ্রদেশে ৩৪৬, হরিয়ানার ২২১, মহারাষ্ট্রের ১০০, মধ্যপ্রদেশের ৪৪, উত্তরাখণ্ডের ৫০ এবং কর্নাটকের দুটি গ্রামের মানুষের হতে এই প্রপার্টি কার্ড তুলে দেওয়া হবে। এদিন ভার্চুয়াল সমাবেশের মাধ্যমে এই কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ওই ৭৬৩ গ্রামের মানুষের মোবাইলে একটি এসএমএস লিংক পৌঁছে যাবে। ওই লিংকে ক্লিক করলে তাঁরা এই প্রপার্টি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে মহারাষ্ট্রের গ্রামের মানুষদের এই কার্ড পাবার জন্য দিন পনেরো অপেক্ষা করতে হবে কারণ মহারাষ্ট্র সরকার এই কার্ডের জন্য একটি স্বল্পমাত্রার মূল্য নেবে।
এর আগে ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতরাজ দিবসে স্বামীত্ব যোজনা প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনই প্রপার্টি কার্ডের ঘোষণা করা হয়। এরপর ওই ছটি রাজ্য সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে এবিষয়ে চুক্তি সই করে। কেন্দ্রের দাবি এই কার্ড থাকলে জমি বিবাদ থেকে মুক্তির পাশাপাশি সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণের ক্ষেত্রে সুবিধা পাবেন গ্রামের সাধারণ মানুষ। সম্পত্তি বিক্রির পথও সহজ হবে। আপাতত ছয়টি রাজ্যে প্রপার্টি কার্ড দেওয়া হলেও এগুলির নাম এবং ধরন আলাদা হবে।