হাথরাসের গণ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফের একবার উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা
টিডিএন বাংলা ডেস্ক: প্রায় দু’সপ্তাহ আগে ঘটে যাওয়া উত্তরপ্রদেশের হাথরাসে নির্মম গণধর্ষণের ঘটনার শিকার দলিত যুবতী দিল্লির সফদরজং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে একের পর এক রাজনৈতিক নেতারা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। হাথরাসের এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ফের একবার উত্তর প্রদেশে মহিলাদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। একটি টুইট করে তিনি লিখেছেন,”হাথরাসে নৃশংসতার শিকার দলিত যুবতী দিল্লির সফদরজং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দু’সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন তিনি। হাথরাস, শাহজাহানপুর এবং গোরখপুরে একের পর একধর্ষনের ঘটনা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে।”
এরপর অপর একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন,”উত্তরপ্রদেশের আইনব্যবস্থা সীমাহীন ভাবে বিগড়ে গেছে। মহিলাদের সুরক্ষার কোনো ব্যাপারই নেই। অপরাধীরা খোলাখুলিভাবে অপরাধ করছে। এই যুবতীর খুনিদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষার জন্য আপনি দায়ী।”