দেশ

পুজোর আগেই সম্ভবত পুরভোট

টিডিএন বাংলা ডেস্ক : পুজোর আগেই হতে পারে পুরভোট। তার আগে অবশ্য রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে মনে করছে রাজ্য প্রশাসন। তবে সবকিছুই নির্ভর করছে রাজ্যের করোনা পরিস্থিতির উপর।

তৃণমূল সূত্রে খবর, কলকাতার নেতাদের বলা হয়েছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ পুরভোট হতে পারে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা। তবে তা নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর। করোনাকালে দু’দফায় ভোট করা যায় কিনা তা নিয়েও এখন সর্বোচ্চ স্তরে আলোচনা চলছে কমিশনের অন্দরে। সে ক্ষেত্রে একদিনে কলকাতা পুরসভার ভোট গ্রহণ করা হতে পারে। তারপর হতে পারে অন্য পুরসভা গুলির ভোট।

নবান্ন সূত্রে খবর, রাজ্যে এবার তিনটি পুরসভা বাড়ছে। জলপাইগুড়ির ফালাকাটা ও আলিপুরদুয়ারের ময়নাগুড়িতে নতুন পুরসভা তৈরি হয়েছে। এছাড়া বালিতে পুরসভা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে ১১২ টি নয়। ১১৫ টি পুরসভায় হবে পুরভোট। ওয়ার্ডের সংখ্যা দাঁড়াবে ২৭৩০ টি। ২০২০ সালের বিভিন্ন সময় কলকাতা পুরসভার সহ ৯৪ টি পুরসভার মেয়াদ শেষ হয়েছিল। তারপর আর পুরভোট হয়নি রাজ্যে।

Related Articles

Back to top button
error: