বাইকুলা জেলে পাঠানো হল রিয়া চক্রবর্তীকে
টিডিএন বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদক সম্পর্ক প্রকাশের পরে রিয়া চক্রবর্তীকে ১৪ দিনের বিচারিক হেফাজতে বাইকুলা কারাগারে প্রেরণ করা হয়েছে। রিয়া চক্রবর্তীকে এনডিপিএস আইনের ১৬/২০ অনুচ্ছেদে গ্রেপ্তার হয়েছে এবং এখন ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাইকুলা কারাগারে রাখা হবে। এটি একটি মহিলা কারাগার ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কার, মারিয়া সুসাইরাজ, নেভি অফিসারকে মেরে ফেলার অভিযোগে বেবী পাতঙ্কর, শিনা বোরা মামলার আসামি ইন্দ্রাণী মুখার্জি, দক্ষিণ আফ্রিকার অনেক মাদক ব্যবসায়ীসহ মহিলা আসামী এই কারাগারে থেকেছেন। এদের মধ্যে ইন্দ্রাণী মুখার্জি এখনও এই কারাগারে রয়েছেন।
বাইকুলা জেলে সর্বমোট ১৮ টি ব্যারাক রয়েছে। যেখানে ৩৫০ জন মহিলা আন্ডার আসামিকে রাখা সম্ভব। ডিজেলের জেলার থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা বেশিরভাগই মহিলা। শুধুমাত্র ১০% কর্মচারী পুরুষ।
রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার এনসিবি কর্তারা গ্রেফতার করার পর এনসিবির লকআপেই রাখা হয়। এনডিপিএস আদালতে ভার্চুয়াল শুনানির পরে রিয়াকে এনসিবি অফিসের কারাগারে রাতভর থাকতে হয়। মহারাষ্ট্র জেল ম্যানুয়াল অনুসারে রাতে কোনও বন্দীকে কারাগারে নেওয়া হয় না, এ কারণেই আদালতের আদেশ পাওয়ার পরেও রিয়াকে এনসিবি অফিসের লকআপে রাত কাটাতে হয়।
এনসিবির রিমান্ড অনুলিপিতে বলা হয়েছিল যে, সৌভিক রিয়াকে ড্রাগস সরবরাহ করত এবং রিয়ার কাছে ওই ড্রাগস বাবদ কত টাকা কিভাবে লেনদেন হবে তার হিসেব থাকতো। রিয়া এবং এই মাদক চক্রের সঙ্গে জড়িত লোকজন সৌভিক, স্যামুয়েল, দীপেশ, কাইজান, জায়েদ ও বাসিতের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রিয়াকে।