দেশ

আরজেডি ঘোষণা করল প্রার্থী তালিকা; জগদানন্দ সিং-এর পুত্রসহ একাধিক নেতা পেলেন টিকিট

টিডিএন বাংলা ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করল আরজেডি।এই উপলক্ষে এদিন সকাল থেকেই রাবরি আবাসে জনসমাগম দেখতে পাওয়া যায়। বিহার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য আরজেডি বেশকিছু আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল আজ। এদিন যে সমস্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন, জেহনাবাদ থেকে সুধে যাদব, চকাই থেকে সাবিত্রী দেবী, শেখপুরার বিজয় সম্রাট, শাহপুরের রাহুল তিওয়ারি (শিবানন্দ তিওয়ারির ছেলে), জগদীশপুরের রামবিশুন সিং, নোখা থেকে অনিতা দেবী, রামগড় থেকে সুধাকর (জগদানন্দ) সিংহের পুত্র), জামুই থেকে বিজয় প্রকাশ, মখদুমপুরের সুবেদার দাশ, বেলহারের রামদেব যাদব, মধুবানি থেকে সমীর কুমার মহাসেঠ। এরা প্রত্যেকেই আরজেডির নির্বাচনী চিহ্নের সাথে লড়বেন। এর সাথে ওব্রা বিধানসভা আসন থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কান্তি সিংহের ছেলে, ঝাজা থেকে রাজেন্দ্র যাদব এবং গোহ বিধানসভা আসন থেকে ভীম সিংকে টিকিট দেওয়া হয়েছে।

এর আগে শনিবার একটি প্রেস কনফারেন্স করে মহা জোটের আসন বন্টন কি প্রকারে হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দেন লালু পুত্র তেজস্বী যাদব। তিনি বলেন,সিপিএমকে ৪ টি আসন, সিপিআইকে ৬ টি আসন, সিপিআই-এমএল ১৯ টি আসন, কংগ্রেসকে ৭০ টি বিধানসভা আসন এবং একটি লোকসভা আসন দেওয়া হয়েছে। সুতরাং বাকি পড়ে রইল ১৪৪ টি আসন। যার মধ্যে বিআইপি এবং জেএমকে অংশগ্রহণ করবে। যদিও এরপরে বিআইপি মহাজোট থেকে আলাদা হওয়ার ঘোষণা করেছিল।

Related Articles

Back to top button
error: