দেশ

১৫ অক্টোবর থেকে সারা দেশজুড়ে স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: আনলক ৫-এর নির্দেশিকা অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আগামী ১৫ অক্টোবর থেকে দেশজুড়ে সমস্ত স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাজ্যের করোনা পরিস্থিতি অনুযায়ী স্কুল খোলা বা না খোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপরই ছেড়ে দিয়েছে কেন্দ্র। অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লিসহ বেশ কয়েকটি রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। উত্তরাখণ্ড চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে।

আনলক ৫-এর নির্দেশিকা অনুসারে উত্তরপ্রদেশে ১৫ অক্টোবর থেকে স্কুল এবং কোচিং ক্লাস খোলার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। তবে এর জন্য নির্দিষ্ট সংস্থাকে প্রশাসনের অনুমতি নিতে হবে। ছাত্রছাত্রীরা তাদের বাবা-মার অর্থাৎ অভিভাবক অভিভাবিকা লিখিত অনুমতি পত্র হাতে নিয়ে স্কুলে যেতে পারবেন। যে স্কুলগুলির খোলার অনুমতি দেয়া হবে সেই সমস্ত স্কুলকে শিক্ষা বিভাগের অনুসারে কাজ করতে হবে।

করোনা সংক্রমনের কারণে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আরবিন কেজরিওয়াল এই বিষয়ে বলেন যে একজন অভিভাবক হিসেবে তিনি এই পরিস্থিতির গুরুত্ব বোঝেন। এই সময় বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কোনরকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

Related Articles

Back to top button
error: