ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ডক্টর রেড্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধলো রাশিয়ার আরডিআইএফ

টিডিএন বাংলা ডেস্ক: রাশিয়ায় করোনা ভ্যাকসিন ‘স্পুৎনিক ভি’ প্রস্তুতকারী সরকারি সংস্থা আরএফআইডি ১০ কোটি ভ্যাকসিন তৈরি করার জন্য ভারতীয় ফার্মাকিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডির সঙ্গে এগ্রিমেন্টে স্বাক্ষর করলো। গত মাসেই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য বিশ্বের প্রথম ভ্যাকসিন প্রস্তুত করার ঘোষণা করেছিলেন। যার নাম ১৯৫৭ সালে মস্কো থেকে লঞ্চ হওয়া রাশিয়ার প্রথম মহাকাশ স্যাটেলাইট ‘স্পুৎনিক ভি’ এর নামে নামকরণ করা হয়।

প্রসঙ্গত গত মাসে রাশিয়া করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র মিলিত উৎপাদনের জন্য ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে। সূত্রের খবর অনুসারে, ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলা কুদাসেভ মঙ্গলবার এবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্তকের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করে। জানা যায়, ইতিমধ্যেই রাশিয়া এবিষয়ে বায়োটেকনোলজি বিভাগ এবং আইসিএমআর-এর সাথে যোগাযোগ করেছে। রাশিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে গামালিয়া জাতীয় জীবাণুবিদ্যা এবং মাইক্রোবায়োলজি কেন্দ্রের সাথে এই ভ্যাকসিনের উৎপাদনের বিষয়ে নিয়মিত যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। যার ফলাফল হিসেবে রাশিয়ার তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি, রাশিয়ার সরাসরি বিনিয়োগ তহবিলের সিইও কিরিল দিমিত্রিব বলেন যে তিনি ভ্যাকসিন তৈরির জন্য ভারতের সাথে মিলিতভাবে কাজ করতে চান।