দেশ

“সংবিধান এবং গণতন্ত্রের সুরক্ষা করা এখন আমাদের দেশে আইনত অপরাধ!”; উমর খালিদের পাশে দাঁড়িয়ে বললেন ঐশী ঘোষ

টিডিএন বাংলা ডেস্ক: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানালেন জেএনইউয়ের ছাত্র সংসদ জেএনইউএসইউয়ের সভাপতি ঐশী ঘোষ। এই ঘটনার প্রতিবাদ করে টুইটারে ঐশী লিখেছেন, কপিল মিশ্রা, অনুরাগ ঠাকুর বলেছেন গুলি মারতে বলেছেন। আর সিএএ বিরোধীরা বলেছেন, আমরা দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে বেড়িয়েছি, এস আমাদের সঙ্গে চল! সংবিধান এবং গণতন্ত্রের রক্ষা করা আমাদের দেশে এখন আইনত অপরাধ!

এরপর অপর একটি টুইটে ঐশী লিখেছেন, “আসার মিথ্যে বলা বন্ধ কর দিল্লিতে পুলিশ!”

Related Articles

Back to top button
error: