টিডিএন বাংলা ডেস্ক: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা খালিদকে গতকাল গভীর রাতে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দানবীয় ইউএপিএ অ্যাক্টের আওতায় দিল্লি দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের সমস্ত স্তরের মানুষেরা। এদিন দিল্লি পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে ভারতের সেরা ঐতিহাসিক রামচন্দ্র গুহ লেখেন,শিক্ষাবিদ, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস উমর খালিদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে উইচ হান্টের অভিযোগ করেছেন।