“অসাধারণ ভাবে উপযুক্ত” কলকাতার কোভিড থিমের দুর্গা প্রতিমার প্রশংসা করলেন শশী থারুর
টিডিএন বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির প্রভাব পড়েছে দুর্গাপুজোর থিমে। তাই মূর্তিকারদের কল্পনাশক্তিতে কোথাও না হয়ে উঠেছেন স্বয়ং ভাইরাস বদ কারীর ভ্যাকসিন ধারী ডাক্তার তো কোথাও শিশুপুত্র কোলে ত্রাণ দায়িনী মমতাময়ী দেবী দুর্গা। করোনা পরিস্থিতির মধ্যে আয়োজিত দুর্গাপুজোয় কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপের দুর্গা প্রতিমার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরমধ্যে একটি ছবিতে দেখা গেছে ডাক্তার রুপী দেবী দুর্গার হাতে ত্রিশূল এর জায়গায় একটি বড় ছুঁচের ইনজেকশন যা দিয়ে তিনি করোনা রূপী অসুরকে বধ করছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিকে ট্যাগ করে একটি টুইটে মূর্তি কার এবং ডিজাইনারের ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর।
তিনি লিখেছেন,”অসাধারণ ভাবে উপযোগী #কোভিড ১৯-কলকাতার থিম দুর্গাপুজো যেখানে দেবী ভাইরাস বধ করছেন! অজানা ডিজাইনার এবং মূর্তি কারকে স্যালুট জানাই।#দুর্গাপূজা ২০২০”