টিডিএন বাংলা ডেস্ক : শুক্রবার ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলোকে একত্র করে শুক্রবার ওই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে।
দিল্লিতে তৃণমূলের সাংবাদিক বৈঠকে রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, ২০ আগস্ট ওই বৈঠকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। বাদল অধিবেশন শেষ হওয়ার ঠিক পরদিন সংসদে রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী দলগুলির প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিল না তৃণমূল। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন জোটের ভবিষ্যৎ নিয়ে। এরপর তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, কংগ্রেসের সঙ্গে যৌথ কর্মসূচিতে তৃণমূল থাকবে না, এমন পর্যবেক্ষণ সঠিক নয়। তৃণমূল কোনও নতুন ফ্রন্ট তৈরি করতে চাইছেন না ঠিকই, তবে তৃণমূলকে যথেষ্ট সম্মান দিয়ে আমন্ত্রণ করতে হবে। কংগ্রেসের তরফে কেউ হঠাৎ একটি ফোন করে তৃণমূল নেতৃত্বকে তড়িঘড়ি কোনও কর্মসূচিতে যেতে বলবেন, এমনটা সমীচীন নয় বলে জানানো হয় ওই সম্পাদকীয়তে।
তৃণমূল সুপ্রিমো নিজে জানিয়েছেন যে, একজন সাধারণ কর্মী হিসেবে সেখানে অংশ নিতে পারেন। সেই জন্য সোনিয়ার ডাকা বৈঠকে তৃণমূল নেত্রী যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত। ওই বৈঠকে মমতা ছাড়াও থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার প্রমুখরা।