টিডিএন বাংলা ডেস্ক : ঘরে ঘরে পানীয় জলের সুব্যবস্থা। যা দিতে শোচনীয়ভাবে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অবস্থা এতটাই খারাপ যে দেশের রাজ্যগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩ লক্ষ ৮৬ হাজার গ্রামের বাসিন্দাদের ঘরে ঘরে পানীয়জল পৌঁছে দেওয়ার প্রাথমিক স্তরের কোনও কাজ শুরু করতে পারেনি কেন্দ্র।
আগে কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের ৩১ মার্চের মধ্যে ৪ লক্ষ ১৯ হাজার গ্রামের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার। পরবর্তী সময়ে আগামী ৩১ মার্চের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর কেন্দ্রীয় প্রকল্প ”জল জীবন মিশন” – র প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
সরকারি সূত্রে খবর, নতুন লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দেশের প্রতিটি রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। মন্ত্রকের দাবি, দেশের বেশ কয়েকটি রাজ্যের তরফে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন লক্ষ্যমাত্রা তৈরির পরেই সরকারি স্তরে আশা করা হয় ২৪ সালের মধ্যে দেশের সব গ্রামের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সম্ভবপর হবে।