টিডিএন বাংলা ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দেবে বিশেষ সিবিআই আদালত। ওইদিন মামলার সাথে সম্পৃক্ত সকলকেই উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন বিচারক। উল্লেখ করা যেতে পারে, ২০০১ সালে এলাহাবাদ হাইকোর্ট আডবানী-সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ প্রত্যাহার করলে নতুন করে ফৌজদারি মামলা চালুর জন্য সিবিআইয়ের আবেদনে সায় দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই শুরু হয় বিচার প্রক্রিয়া। এই মামলায় অন্যতম অভিযুক্তেরা হলেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং, উমা ভারতী সহ আরো অনেকেই।