দেশ

বাবরি মসজিদ ধ্বংস মামলায় আগামী ৩০ সেপ্টেম্বর রায়দান; আডবানি-যোশীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর সিবিআইয়ের বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় ঘোষণা করবে। সিবিআইয়ের বিশেষ বিচারপতি এসকে যাদব লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, কল্যান সিংহ এবং উমা ভারতী সহ সমস্ত অভিযুক্তদের ঐদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। সিবিআইয়ের আইনজীবী ললিত সিংহ বলেছেন প্রসিকিউশন এবং ডিফেন্সের শুনানি গত ১ সেপ্টেম্বর শেষ হয়, যার পর বিশেষ বিচারপতি তার রায় লেখা শুরু করেন। সিবিআই এই মামলায় ৩৫১ জন সাক্ষী এবং ৬০০ টি তথ্যচিত্র প্রমাণ আদালতে পেশ করেছে।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর, বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো ধ্বংস করারমামলায় প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানি, প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর যোশি, উমা ভারতী, বিজেপি নেতা বিনয় কাটিয়ার, মহান্ত নৃত্য গোপাল দাস এবং সাধ্বী রিতম্বরা সহ মোট ৩২ জন অভিযুক্ত রয়েছেন। এর আগে সমস্ত অভিযুক্তদের শুনানি অনলাইন করা হয়। এই মামলায় ২৮ বছর পর রায় ঘোষণা করবে আদালত। সুপ্রিম কোর্ট এই মামলা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল।তাই সিবিআইয়ের বিশেষ আদালতের প্রচেষ্টা হলো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই মামলার রায় ঘোষণা করা।

Related Articles

Back to top button
error: