দেশ
বিশ্বভারতীর ঘটনায় হাইকোর্টের তৈরি তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, উপাচার্যের বিরুদ্ধে ধমকির অভিযোগ ছাত্রদের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বিশ্বভারতীর ঘটনায় হাইকোর্টের তৈরি তদন্ত কমিটি কতটা নিরপেক্ষ? তা নিয়ে প্রশ্ন তুললো বিশ্বভারতীর তদন্ত কমিটির সাথে বৈটকে উপস্থিত থাকা ছাত্র, ব্যাবসায়ী সমিতি ও আশ্রমিকদের প্রতিনিধিরা৷৷ অন্যদিকে, প্রাচীর বিরোধীতা করায় ছাত্রদের তদন্ত কমিটির সামনেই ধমক দিলেন উপাচার্য।
ফেন্সিং করা হবে মেলার মাঠে, আজ সেই কথায় জানিয়েছে তদন্ত কমিটি।। কমিটি জানিয়েছে আদালতের নির্দেশেই এই সিদ্ধান্ত, কিন্ত সকলের দাবী ফেন্সিং তোলার কথা বলা হয়নি আদালতের তরফে৷ ভূল ব্যাখ্যা করছে তদন্ত কমিটি। বলছেন শান্তিনিকেতন প্রেমি মানুষেরা৷