টিডিএন বাংলা ডেস্ক: ৪০ বছর বিজেপি করে এই পুরস্কার! আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ হারিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল সিনহা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘৪০ বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই! তৃণমূল থেকে নেতা আসছে তাই আমাকে সরতে হল। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। পার্টি আজ যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে বা বিপক্ষে কিছু আমি বলতে চাই না। যা বলার আমি আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে বলব এবং আগামী কর্মপন্থা তখনই জানাব।’